BY- Aajtak Bangla

ফোনে ২-৩ দিন টিকবে চার্জ, রইল বিশেষজ্ঞের টিপস

17 March 2025

একটু আগেই চার্জ দিলেন। এক ঘণ্টা যেতে না যেতেই ব্যাটরি কমে গেল।

চার্জ

স্মার্টফোন পুরানো হয়ে গেলে এই সমস্যাটি আরও বেশি দেখা দেয়। চার্জ দিলেও বেশিক্ষণ টেকে না। 

বেশিক্ষণ টেকে না

জানলে অবাক হবেন, এতে স্মার্টফোন ব্যাটারি নির্মাতাদের তেমন দোষ নেই। আসলে আমাদের ভুলের কারণেই স্মার্টফোনের ব্যাটারির চার্জ টেকে না। 

চার্জ টেকে না

কোনও সাধারণ ব্যাটারি মোট ৩,০০০ বার পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। এদিকে অনেকে ব্যাটারি নতুন থাকা অবস্থা থেকেই বারবার চার্জে বসিয়ে দেন। 

৩,০০০ বার

এমনটা করলে কিন্তু আপনার ব্যাটারির স্বাস্থ্য দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখতে হলে চার্জ দিন মেপে।

ব্যাটারির স্বাস্থ্য

ব্যাটারি ৫০% নামতেই চার্জে বসিয়ে দিলেন? এমনটা করলে কিন্তু ভুল করবেন। 

ব্যাটারি ৫০%

আপদকালীন পরিস্থিতি ছাড়া এমন করবেন না। ব্যাটারি পার্সেন্টেজ কমলে তবেই চার্জে বসাবেন। 

ব্যাটারি পার্সেন্টেজ

ব্যাটারি একেবারে শেষ হওয়া পর্যন্তও অপেক্ষা করবেন না। ১৫-২০%-এ ব্যাটারি নেমে এসে তখনই চার্জে বসাবেন।

১৫-২০%-এ ব্যাটারি

ব্যাটারি ১০০% হয়ে গিয়েছে। তা সত্ত্বেও ফোন চার্জে বসিয়ে রেখে দিলেন। এমনটা করলে কিন্তু ভুল করবেন।

ব্যাটারি ১০০%

এতে লাভ কিছুই হয় না। উল্টে এতে ব্যাটারির স্বাস্থ্য খারাপ হয়ে যায়। 

ব্যাটারির স্বাস্থ্য

আপনার স্মার্টফোনের সঙ্গে যে চার্জার দেওয়া হয়েছে, সেটাই ব্যবহার করুন। এর বাইরে অন্য কোনও চার্জার ব্যবহার করবেন না।

অন্য কোনও চার্জার...

ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে রাখবেন। প্রয়োজন না হলে মোবাইল ডেটা, ওয়াইফাই ও ব্লুটুথ অফ করে দিন। 

ব্যাকগ্রাউন্ড অ্যাপস