3 July, 2024
BY- Aajtak Bangla
মুহুর্মুহু বাজ পড়ছে। কালবৈশাখীর সময়ে এই ছবি চেনা। বাজ পড়লে বিশেষ সতর্কতা দরকার। সামান্য এদিক-ওদিক হলেই বিপদ!
বাজ পড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। বাড়ির টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখা উচিত।
বাজ পড়ার সময় মোবাইল ফোন ব্যবহার করলেও ইন্টারনেট কি চালু রাখা যায়? এমন নানা প্রশ্ন সকলের।
বিজ্ঞান বলছে, বাজ পড়ার সময় যে কোনও বৈদ্যুতিন যন্ত্র থেকে দূরে থাকা দরকার।
বজ্রপাতের সময় স্মার্টফোন নিয়ে জানলা বা ব্যালকনিতে দাঁড়াবেন। ভিতরে ব্যবহার করুন।
বিশেষজ্ঞরা বলছেন, ঘরের ভিতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে। তবে ইন্টারনেট বন্ধ রাখা উচিত।
প্রচুর বাজ পড়লে ফোনটি পুরোপুরি বন্ধ করে দেওয়াই ভালো।
এটা না হলে স্মার্টফোন তো বটেই, ব্যবহারকারীরও বিপদ হতে পারে।
বাজ পড়লে ল্যান্ডফোন একদম বন্ধ করে দিন। ল্যান্ডফোন কোনওভাবেই যেন স্পর্শ করবেন না।
অতিরিক্ত বাজ পড়লে সমস্ত ইলেকট্রনিক জিনিসের প্লাগ খুলে সেগুলি বন্ধ রাখুন। ফোনকেও রাখুন নিরাপদ দূরত্বে।