BY- Aajtak Bangla
05 May, 2025
বাসে-ট্রেনে যাওয়ার সময় হাতল ধরতে গিয়ে হাত তুলতেই হয়, আর তখনই বগল থেকে বাজে গন্ধ অন্যদের বিরক্তির কারণ হতে পারে।
এই বিরল রোগের নাম ট্রাইমিথাইলঅ্যামিনিউরিয়া (Trimethylaminuria), সাধারণভাবে পরিচিত ফিশ অডর সিনড্রোম নামে।
শরীরে বিপাকক্রিয়ার ফলে তৈরি হয় ট্রাইমিথাইল অ্যামিন (TMA) নামের এক যৌগ, যার গন্ধ পচা মাছের মতো।
FMO3 নামক জিনের ত্রুটির কারণে এই TMA ভাঙতে সাহায্যকারী এনজাইম ঠিকভাবে তৈরি হয় না, ফলে গন্ধ ছড়ায়।
এই রোগ মূলত নারীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
রোগীর নিশ্বাস, ঘাম, থুতু ও প্রস্রাব থেকে এই তীব্র গন্ধ বের হয়, যা আশপাশের মানুষজনকে বিব্রত করে।
মানসিক চাপ, নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার পর, বা মাসিক চলাকালীন গন্ধ আরও বেড়ে যেতে পারে।
সামুদ্রিক মাছ, ডিম, কলিজা, চিনাবাদাম, ব্রকলি, মটরশুঁটি ও গরুর দুধ খেলে গন্ধ আরও বাড়তে পারে।
রোগে শারীরিকভাবে ক্ষতি না হলেও দুর্গন্ধের কারণে আক্রান্ত ব্যক্তি সমাজে অপমানিত বোধ করেন, হতাশা ও অবসাদে ভোগেন।