রসুনের কোয়া ছাড়িয়ে হাতে বিকট গন্ধ? এই সবজি ঘষলেই হবে দূর

25 MARCH 2025

BY- Aajtak Bangla

রসুন যেকোনও আমিষ রান্নার স্বাদ বাড়ায়। আবার রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

রসুন

মাছ, মাংস রান্না করতে গিয়ে রসুনের কোয়া ও খোসা ছাড়াতে হয়। এদিকে রসুনের কোয়া ছাড়ালে হাত গন্ধে ভরে যায়। এক, দু'দিন সেই গন্ধ যেতে চায় না।

রসুনের কোয়া ছাড়িয়ে হাতর বিকট গন্ধ থেকে রেহাই পেতে একটা ট্রিক করে নিন।

রসুনে একাধিক ধরনের সালফার যৌগ রয়েছে। এই সব যৌগ ত্বকের সংস্পর্শে এলে তা তীব্র হয়ে ওঠে। ফলে, বারবার হাত ধোওয়া সত্ত্বেও গন্ধ যায় না।

সালফার যৌগ

রসুন কাটার সময় হাতে গ্লাভস পরুন। এতে ত্বক অবধি রসুনের গন্ধ পৌঁছবেই না।

গ্লাভস পরুন

দাঁত মাজার টুথপেস্ট এবং মাউথওয়াশ ব্যবহার করলেও হাত থেকে রসুনের গন্ধ দূর করতে পারেন। ৩০ সেকেন্ড এই দুটি ঘষলে রসুনের গন্ধ চলে যাবে।

টুথপেস্ট এবং মাউথওয়াশ

রসুনের খোসা ছাড়ালে নখের ডগায় সবচেয়ে বেশি গন্ধ হয়। তাই বেকিং সোডা দিয়ে, ১ চা চামচ নুনের সঙ্গে মিশিয়ে নিন। এতে অল্প জল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট হাতে ঘষে নিন এবং হালকা গরম জলে হাত ধুয়ে নিন। গন্ধ চলে যাবে।

বেকিং সোডা

সবথেকে সহজ, রসুনের কোয়া ছাড়ানোর পর লেবু হাতে ঘষিয়ে নিন।

রসুনের কোয়া

কফি ব্যবহার করতে পারেন। ২-৩ মিনিট ঘষে জল দিয়ে হাত ধুয়ে নিলে গন্ধ থাকবে না। হাতে কাঁচা আলু ঘষলেও রসুনের বিকট গন্ধ থাকে না।

কাঁচা আলু