BY- Aajtak Bangla

ইলিশ-চিংড়ি-কালিয়া,  হাওড়ায় BJP-কর্মীর বাড়িতে পাত পেড়ে খেলেন স্মৃতি ইরানি

14 SEPTEMBER, 2023

২০২৪-এর লোকসভা ভোটের আগে গৃহ সম্পর্ক অভিযান শুরু করে দিয়েছে বিজেপি। 

সেই কারণেই বঙ্গে এসেছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি ইরানি। 

এই অভিযানের অংশ হিসেবে স্মৃতি ইরানি জগৎবল্লভপুরের মালিক পরিবারে মধ্যাহ্নভোজ করলেন। 

সরষে ইলিশ থেকে পটল চিংড়ি। এছাড়াও মেনুতে ছিল শুক্তো,রুই মাছের কালিয়া, চাটনি, পাপড়, মিষ্টি। 

তাঁর জন্য বাড়িতে সকাল থেকেই অনেক রকমের মধ্যাহ্নভোজের পদ করা তৈরি করা হয়েছিল।

খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, পটল ভাজা, আলু ভাজা, রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। 

এতগুলো পদ বাড়ির সকলে মিলে রান্না করেছেন। 

বাড়ির এক সদস্য জানিয়েছেন স্মৃতি ইরানি তাদের বাড়িতে আসায় তারা খুবই আনন্দিত।