3rd July, 2024
BY- Aajtak Bangla
বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। গ্রামাঞ্চল তো বটেই শহরেও সাপ দেখা যায় এই সময়।
বলা যায় ঘরে বাইরে সাপ ঘোরাফেরা করে। রাস্তাঘাট, জলাজমি, বাড়ির ভিতরে সব জায়গাতেই সাপ বাসা বাঁধে।
তবে মজার বিষয় হল যে সাপকে মানুষ ভয় পায়, সেই সাপের আয়ু মানুষের থেকে বেশিই হয়।
ভারতের মানুষের গড় আয়ু প্রায় ৭০ বছর। তবে কোনও কোনও সাপের আয়ু ১০০ বছরেরও বেশি হয়।
পৃথিবীতে কমবেশি প্রায় ৩ হাজার প্রজাতির সাপ রয়েছে। মরুভূমি, জল, স্থল, পাহাড় সব জায়গাতে থাকে সাপ।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
কয়েকশো প্রজাতির বিষহীন সাপ আছে যারা ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে। কোনও কোনওটার আয়ু তারও বেশি হয়।
তবে ওয়াইল্ড সাপের মৃত্যু তাড়াতাড়ি হয়। তাদের গড় আয়ু থাকে ৪০ থেকে ৫০ বছর।
বেশিরভাগ সাপের আয়ু হয় ২০ থেকে ৩০ বছর। যদি সেই সব মেলানো যায় তাহলে সাপের গড় আয়ু মানুষের থেকে কম।
একটি গবেষণায় দেখা গেছে, বিষধর সাপ কম দিন বাঁচে। বিষহীন সাপ বাঁচে বেশি বছর।