BY- Aajtak Bangla

সাপ ঘরে লুকিয়ে আছে? এই গন্ধ পেলেই বুঝে যান

22 APRIL, 2025

সাপ মানেই আতঙ্কের। এই সময় অনেকের বাড়িতেই সাপ ঢুকে পড়ে।

সাপ

ঘরে সাপ ঢুকে পড়লে সর্বনাশ। সেই সাপ যতক্ষণ না বেরোচ্ছে, ততক্ষণ দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়।

ঘরে সাপ

অনেক সময়ই ঘরে সাপ লুকিয়ে থাকে। বোঝাই যায় না যে, ঘরের মধ্যে সাপ রয়েছে।

সাপ লুকিয়ে আছে?

এই গন্ধ শুঁকেই বুঝতে পারবেন যে, ঘরের মধ্যে সাপ লুকিয়ে রয়েছে।

গন্ধ

 কিন্তু সাপের কি কোনও আদৌ গন্ধ রয়েছে?

সাপের গন্ধ

বিশেষজ্ঞদের মতে, ঘরে যদি হঠাৎ শসার তীব্র গন্ধ পান, তা হলে বুঝবেন, কপারহেড সাপ লুকিয়ে রয়েছে।

সবজির গন্ধ

বিশেষজ্ঞদের একাংশের মতে, সাপ যখন ভয় পায়, তখন তারা বিশেষ ধরনের গন্ধ বার করে।

সাপের ভয়

ঘরে সাপের খোলস দেখতে পেলেও বুঝবেন সাপ রয়েছে।

সাপের খোলস

বাড়িতে হঠাৎ ইঁদুর, টিকটিকির উপদ্রব কমে গেলে বুঝবেন, সাপ থাকতে পারে।

ইঁদুর