BY- Aajtak Bangla
23 October 024
সাপ নিয়ে আমাদের মধ্যে ভয়, কৌতূহল সবরকম অনুভূতিই রয়েছে। তাই সাপ সম্পর্কে আমাদের জানার অন্ত নেই।
আমরা প্রায়শই শুনে থাকি যে, বিড়ালকে বাঘের মাসি বলা হয়। তবে বৈজ্ঞানিক ভাবে বিড়াল এবং বাঘের সঙ্গে তেমন কোনও সম্পর্ক নেই।
জানেন তো, এরকমই সাপেরও মাসি রয়েছে। ভাবছেন নিশ্চয়ই, এ আবার কী কথা!
সাপেরও মাসি রয়েছে। এই প্রাণীটির নাম হল বাভনি। .
তবে বৈজ্ঞানিক ভাবে এর কোনও যুক্তি নেই। কিন্তু লোকমুখে বাভনিকে সাপের মাসি বলা হয়।
বাভনি একধরনের সরীসৃপ। ইংরেজিতে একে Skink বলা হয়। ।
এই প্রাণীটি দেখতে অনেকটা টিকটিকির মতো। সাপের তুলনায় এর ত্বক চকচকে এবং নরম হয়। ।
জানেন তো এই প্রাণী পুরুষ ছাড়াই সন্তানের জন্ম দিতে পারে।