01 July, 2024
BY- Aajtak Bangla
বর্ষা এলেই সাপের উপদ্রব বাড়বে। এখন শুধু গ্রাম গঞ্জে নয়, শহরেও সাপের ভয় তাড়া করে বেড়ায়।
আগে যেখানে কালে দিগন্তে সাপ দেখা যেত, এখন প্রায়শই লোকের বাড়িতে সাপ ঢুকে আসছে।
বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলের বর্ষায় সাবধান থাকা উচিত। সঙ্গে জেনে রাখা উচিত, হঠাৎ কোনও সাপ কামড়ালে কী হয়, কোন সাপ কতটা ভয়ঙ্কর, কীকরে জানা যাবে সাপ কতটা বিষধর, কী তার উপসর্গ।
প্রথমত, কালাচ সাপ সাধারণত রাতে কামড়ায়। এর বিষক্রিয়া শুরু হয় ২ থেকে ২০ ঘণ্টা পর।
এর কামড়ের দাগ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কালাচ কামড়ালে রাতে পেটে যন্ত্রণা, গলায় ব্যথা, গাঁটে ব্যাথা, খিঁচুনি ইত্যাদি দেখা দেয়।
শঙ্খচূড়ের বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এক্ষেত্রেও ঝিমিয়ে পড়া, শরীরে যন্ত্রণা, মুখে গ্যাঁজলা ওঠার মতো লক্ষণ দেখা দেয়।
গ্যাঁজলা ওঠার মতো লক্ষণ দেখা দেয়। তবে শঙ্খচূড় সাপ লোকালয়ে খুব একটা দেখা যায় না।
কেউটে কামড়ালে সঙ্গে সঙ্গে শরীর ঝিমিয়ে পড়বে। দু'চোখের পাতা পড়ে যাবে। রোগী ঝাপসা দেখবে। তাঁর কথা জড়িয়ে আসবে।
চন্দ্রবোড়া সাপ কামড়ালে অসহ্য যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা ছড়িয়ে পড়ে সারা শরীরে। বমি এবং ঝিমুনি ভাব শুরু হয়।
এছাড়াও রোগীর শরীরের নানা স্থান থাকে রক্ত বের হয়। বিশেষ করে দাঁতের মাড়ি, পুরনো কোনও ঘা, কাশির সঙ্গে রক্ত পড়ে।