BY- Aajtak Bangla

যে আঘাত করে, সাপ তাকেই কামড়ায় কেন?

10 Feb 2025

সাপের সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে অন্যতম হল যে সাপকে আঘাত করে তাকেই সাপ কামড়ায়। 

অনেকে বিশ্বাস করেন, সাপের চোখ খুব শক্তিশালী। তাই সাপ নিজের চোখ দিয়ে শত্রুর ছবি স্মৃতিতে তুলে রাখতে পারে। 

এখন প্রশ্ন সত্যিই কি সাপ তার চোখ দিয়ে কারও ছবি তুলে মনে রাখতে পারে? 

বিজ্ঞানীদের দাবি, এই প্রচলিত কাহিনী সত্যি নয়। সাপ কখনও নিজের চোখ দিয়ে ছবি তুলতে পারে না। 

সর্প বিজ্ঞানীদের মতে, সাপের চোখে একটা স্তর থাকে সেই কারণে সব প্রাণীকে তারা নীল ও সবুজ দেখে। . .

তবে দিনে যে সব সাপ শিকার করে যেমন কোবরা বা কিং কোবরা তাদের দৃষ্টিশক্তি খুব শক্তিশালী হয়ে থাকে।  .

এই দুই প্রজাতির সাপ প্রায় ১০০ মিটার দূর থেকে কোনও ব্যক্তিকে দেখতে পায়। 

তবে বেশিরভাগ সাপের দৃষ্টিশক্তি খুব খারাপ হয়। তারা আশপাশে কী আছে সেটাও বুঝতে পারে না। সেজন্য বারবার জিভ বের করে। 

তবে যে ব্যক্তি সাপকে আঘাত করে সাপ তাকেই কামড়ায় এমন ধারণা মোটেই ঠিক নয়। এমনটা হলে সেটা ব্যতিক্রম।