BY- Aajtak Bangla

সাপের এই গুণ বীরপুরুষ বানিয়ে দেয় ছেলেদের, বলছে চাণক্যনীতি

1 May  2025

সাপ মানেই আতঙ্ক। সাপের ভয়ে আমরা সকলেই প্রায় কাঁটা হয়ে থাকি।

সাপ

তবে সাপের কিছু গুণ যে কারও জীবন বদলে দিতে পারে।

সাপের গুণ

সাপের তেমনই কিছু গুণের কথা উল্লেখ করেছেন পণ্ডিত চাণক্য।

চাণক্যনীতি

সাপের পা নেই। সাপকে আমরা ভয় পাই ঠিকই। কিন্তু সাপ স্বভাবে খুব ভীতু হয়।

সাপ ভীতু

সাপ ভীতু হলেও আমরা সাপকে ভয় পাই। তার কারণ, সাপে বিষ আছে।

সাপের বিষ

চাণক্যের মতে সাপ হল অকুতোভয়।

অকুতোভয়

সাপের মতো এই সাহস অর্জন করতে পারলেই সাফল্য পাবেন।

সাহস 

চাণক্যের মতে, সাপের মতো সাহসী হতে হবে। সাপের মতো নির্ভীক হলেই সফল হবেন।

নির্ভীক