22 June, 2024

BY- Aajtak Bangla

বাড়িতে এই প্রাণী থাকলে আসে সাপ, বর্ষার আগে সাবধান হোন

সাপকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিষাক্ত প্রাণীর মধ্যে গণ্য করা হয়। এমনকি সাহসী মানুষেরাও সাপ দেখলে ঘামতে শুরু করে। 

বর্ষা এলেই সাপের উপদ্রব বাড়তে থাকে। কিছু ভুলে বাড়িতে সাপের আগমন বেড়ে যায়।

সাপ ইঁদুর খেতে ভালোবাসে। কারও বাড়ির উঠোনে যদি ইঁদুরের উৎপাত হয়, তাহলে বাড়িতে সাপ আসা বাধ্যতামূলক।

অনেক সময় খাবারের খোঁজে সাপ বাড়ির আশেপাশে আসতেই পারে। তাই বাড়ির আশেপাশে যাতে ইঁদুর না থাকে, সে বিষয়ে সতর্ক হতে হবে।

সবার আগে বাড়ির চারপাশ থেকে ইঁদুরের সমস্যা দূর করুন।

এজন্য বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। ব্লিচিং, ইঁদুর মারার ওষুধ দিয়ে রাখুন।

আশেপাশে লম্বা ঘাস, ঝোপঝাড় বা গাছপালা থাকলে সাপের উপদ্রব বাড়তে পারে। বর্ষার আগে এগুলি পরিষ্কার করুন।

বাড়ির আশেপাশে ঝোপ, কাঠের স্তূপ, গ্যারেজ বা শেডের মধ্যে সাপ লুকিয়ে থাকে। সাপের আশ্রয়ের সহজ উৎস হয়ে উঠতে পারে। 

বাড়িতে পোষ্য থাকলে অনেক সময়ই খাবার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফলে ইঁদুরেরা ভিড় করে আর তখনই খাবারের খোঁজে সাপের উপদ্রব বাড়তে পারে।