24 June, 2024

BY- Aajtak Bangla

এই সব্জির গন্ধে পালায় সাপ, বাড়িতে সব সময় রাখুন

রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। বর্ষায় গৃহস্থকে চিন্তায় রাখে সাপ। যখন তখন বাড়িতে সাপ ঢুকে বসে থাকে। 

সাপকে ভয় করে না এমন মানুষ কমই আছে। ভয় করাটাও স্বাভাবিক। তবে বেশ কয়েকটা সব্জি আছে যেগুলো বাড়িতে রাখলে ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ। 

যে কোনও কটূ ও তীব্র গন্ধ একেবারেই সহ্য করতে পারে না সাপ। তারমধ্যে অন্যতম হল আদা ও রসুনের গন্ধ। সাপ থেকে বাঁচতে বাড়ির আশপাশে আদা ও রসুন ছড়িয়ে রাখুন। 

দারুচিনির গন্ধও সহ্য করতে পারে না সাপ। তাই বাড়ির আশপাশে এর গাছ লাগান। অথবা দারুচিনি ছড়িয়ে রাখুন। 

 নোংরা, আবর্জনা, ডাস্টবিনের গন্ধ সহ্য করতে পারে না সাপ। এই জিনিসগুলো থাকলেও বাড়িতে সাপ ঢুকবে না।

পেঁয়াজের গন্ধ থাকলে তার আশপাশে ঘেঁষে না সাপ। অনেকের বাড়িতে পেঁয়াজ থাকে। তাঁরা জানেন না, সাপ তাড়ানোর মোক্ষম ওষুধ পেঁয়াজ।

তুলসী গাছের গন্ধও সাপের বড্ড অপ্রিয়। বাড়ির আশপাশে তুলসী গাছ থাকলে সাপ আসার সম্ভাবনা কমে যায়। 

আমরা সবাই জানি যে, কার্বলিক অ্যাসিডে সাপ পালিয়ে যায়। তবে এই অ্যাসিড না থাকলে সালফার গুঁড়ো ছড়িয়ে দিন। সাপ পালাবে। 

সাপ তাড়ানোর মোক্ষম ওষুধ ন্যাপথলিন ও ভিনিগার। ন্যাপথলিন গুঁড়ো করে বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে পারেন। 

বাড়ির আশপাশে যদি জলা জায়গা থাকে, বা অনেকদিন কোথাও জল জমে থাকে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন।