18 May 2025 

BY- Aajtak Bangla

ঘরের কোনও এক জায়গায় রয়েছে সাপ, কীভাবে বুঝবেন?

সাপ এমন জায়গায় বসবাস করে যেখানে সে তার সব চাহিদা পূরণ করতে পারে। যাতে বেঁচে থাকা সহজ হয়।

যে বাড়িতে ইঁদুরের সংখ্যা বেশি সেখানে সাপ থাকতে পারে। এছাড়া জলাশয়, পাখি, যেখানে থাকে সেখানে সাপের উপস্থিতি বেশি হতে পারে।

যেখানে মাছের আধিক্য থাকে সেখানেও সাপ থাকতে পারে। সেজন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

গ্রীষ্মকালে সাপ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। খাবারের খোঁজে সাপ আসতে পারে ঘরের ভিতরে। 

ঘরে যদি কোনা থাকে তাহলে সেই জায়গা সাপের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে। সন্ধ্যায় তাপমাত্রা কমলে সাপ কম সক্রিয় হয়ে ওঠে। তখন সে ঘাপটি মেরে এক জায়গায় বসে থাকে।

ঘরের ভিতর সাপ থাকতে পারে যন্ত্রপাতির তলায়, দেওয়ালের ধারে, দরজা বা জানালার ফ্রেমের কাছে, কোনও বাক্সের ভেতরে বা আশপাশে।

এছাড়াও পোশাকের স্তূপে, জলের পাইপের কাছে, আবদ্ধ বা অন্ধকার জায়গা সাপের প্রিয়। 

রাস্তাঘাটে পাথরের ফাঁকে, নর্দমার ধারে, বড় ঘাসওয়ালা জমিতে বা ফুটপাত সাপের বসবাসের প্রিয় জায়গা। 

সাপ রয়েছে কি না তা নিশ্চিত করতে ওই জায়গাগুলো পরিদর্শন করা উচিত।