23 June 2025
BY- Aajtak Bangla
বর্ষাকাল পড়েছে। এখন এখানে সেখানে সাপ দেখতে পাওয়া যায়। বাড়ির ভিতরে ঘাপটি মেরে বসে থাকে সাপ।
এমনকী বিছানাতেও সাপ থাকতে পারে। বিছানায় থাকা সাপের কামড়ে কারও কারও মৃত্যুও হয়েছে।
কীভাবে বুঝবেন বিছানায় সাপ লুকিয়ে আছে? সব থেকে যেটা প্রথমে দরকার সেটা হল, দুবেলা বিছানা ঝেড়ে পরিষ্কার করা। তাহলে সাপ থাকলেও আপনার চোখে পড়বে।
সাপের চলাফেরার সময় সাধারণত খসখস শব্দ হয়। যদি বাড়িতে হঠাৎ এমন কোনও শব্দ পান তাহলে সতর্ক হয়ে যান।
সাপ যে জায়গা দিয়ে যায় যায় সেখানে জলজলে দাগ থাকতে পারে। আবার খোলসও ছাড়তে পারে। সেরকম কিছু দেখলে সতর্ক থাকুন।
ইঁদুর সাপের খুর প্রিয় খাদ্য। যদি বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যায় তাহলে সাপ আসতে পারে।
কোনও কোনও সাপ হিসহিস শব্দ করে। যদি বিছানায় বা বাড়ির কোনও জায়গাতে এমন শব্দ পান তাহলে সাবধান হতে হবে।
বালিশের কভারের ভিতর, বিছানার চাদর, তোষক ইত্যাদি ভালো করে চেক করে নিন। যদি সাপ থাকে তাহলে সতর্ক হয়ে যেতে পারবেন।