17 May 2025

BY- Aajtak Bangla

বিছানায় সাপ ঘুরে বেড়াচ্ছে, স্বপ্নে যার ইঙ্গিত দেয় 

 রাতে ঘুমোনোর সময় আমরা অনেক সময়ই স্বপ্ন দেখি। 

অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখি আমরা। সব স্বপ্ন কিন্তু ভাল হয় না। 

অনেক সময় স্বপ্নে সাপকে দেখেন কেউ কেউ। স্বপ্নে সাপকে দেখা কি ভাল?

স্বপ্নশাস্ত্র মতে, স্বপ্নে সাপ দেখলে শুভ। এতে জীবনে সুখ-সমৃদ্ধি বাড়ে।

সাপকে স্বপ্নে দেখলে ধনলাভের যোগ থাকে।  

সাপ স্বপ্নে দেখলে বড়সড় শুভ জিনিস ঘটে জীবনে। সাপ দেখা উন্নতি ও আশীর্বাদের প্রতীক।

যদি স্বপ্নে দেখেন যে, বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে, তাহলে জেনে রাখুন এটি হলো যৌবন শক্তির প্রতীক।

স্বপ্নে যদি দেখেন সাপ ছোবল মারছে, তা হলে বুঝবেন খারাপ কিছু ঘটতে চলেছে।

পায়ের ওপর সাপ চড়ছে বলে স্বপ্নে দেখলে বুঝবেন প্রচুর অর্থলাভ হতে চলেছে আপনার।