BY- Aajtak Bangla

স্বপ্নে সাপ দেখলে কিসের লক্ষণ, মনে রাখুন 

24 APRIL, 2025

রাতে ঘুমোনোর সময় আমরা অনেক সময়ই স্বপ্ন দেখি।

স্বপ্ন

অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখি আমরা। সব স্বপ্ন কিন্তু ভাল হয় না।

দুঃস্বপ্ন

অনেক সময় স্বপ্নে সাপকে দেখেন কেউ কেউ। স্বপ্নে সাপকে দেখা কি ভাল?

স্বপ্নে সাপ

স্বপ্নশাস্ত্র মতে, কখনও যদি এক বার সাপের স্বপ্ন দেখেন, তা হলে রোজকার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনার কারণে হতে পারে।

সাপের স্বপ্ন

কিন্তু যদি প্রায় রোজ দিন সাপের স্বপ্ন দেখেন, তা হলে তা অশুভ।

অশুভ

জ্যোতিষ মতে, সাপ কেতুর প্রতীক। তাই সাপের স্বপ্ন দেখলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নেতিবাচক শক্তি

স্বপ্নে ৯ বার সাপ দেখলে জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে।

সমস্যা