30 SEPTEMBER 2024
BY- Aajtak Bangla
বৃষ্টি এখনও চলছে। ফলে সাপের আনাগোনা বাড়়ছে। গ্রাম থেকে শহর সব জায়গাতে উপদ্রব বাড়ছে সাপের।
বৃষ্টি পড়লেই সাপের উপদ্রব বাড়ে। কোনও কোনও সময় কারও অজান্তেই সাপ বাড়িতে ঢুকে বসে থাকতে পারে।
কীভাবে বুঝবেন যে আপনার বাড়িতে বা ঘরে সাপ ঢুকে বসে আছে। আসুন জেনে নিই।
সাপ বাড়িতে থাকলে মল-মূত্রের গন্ধ পাওয়া যায়। সাপের মল-মূত্রে খুব গন্ধ হয়। আঁশটে গন্ধ পাওয়া যেতে পারে।
বাড়িতে বা ঘরে যদি অস্বাভাবিক শব্দ পান তাহলে সাবধান। কোনও কোনও সাপ ডাকে। সেই শব্দ কানে এলে সাবধান।
বাড়িতে বড় সাপ থাকলে খোলস ছাড়তে পারে। আশপাশে খোলস দেখলে সাবধান হয়ে যান।
বাড়িতে যদি হঠাৎ করে ইঁদুর, ব্যাঙ বা টিকটিকির উপদ্রব কমে যায় তাহলে জানবেন সাপ থাকতে পারে।
বেশিরভাগ সাপ গর্তে থাকে। বাড়ির আশপাশে যদি গর্ত দেখতে পান, জানবেন সাপ থাকা সম্ভব।
সাপ কোনও সময় পরিষ্কার জায়গাতে থাকে না। স্যাঁতসেতে ও নোংরা জায়গা সাপের খুব পছন্দ। তাই ঘর দুয়োর পরিষ্কার রাখুন।