BY- Aajtak Bangla

কার্বলিক অ্যাসিড কিনবেন না, রান্নাঘরের আমিষ গন্ধেই ল্যাজ গুটিয়ে পালাবে সাপ

15th October, 2024

সাপ দেখলে ভয় পান সবাই। অথচ এই সাপকেই হিন্দুধর্মে পুজো করা হয়।

কিন্তু এই বিষাক্ত প্রাণীটির উল্লেখ করতেই গায়ে কাঁটা দেয়। এমন পরিস্থিতিতে বাড়ির কোথাও সাপ বের হলে মানুষ প্রায়ই ঘাবড়ে যায়। কিন্তু পুজো করা হয় বলে সাপ বের হলেই সেটিকে মারতে চান না অনেকে।

কিন্তু না মেরেও বিষাক্ত এই প্রাণীকে তাড়ানো যায়, এমন জিনিস আছে। সর্প বিশেষজ্ঞদের মতে, সাপ কিছু বিশেষ গন্ধ সহ্য করতে পারে না। আসুন সেগুলো জেনে নিই। 

 রসুন এবং পেঁয়াজ এমন দুটি জিনিস যার গন্ধ সাপকে তাড়ায়। প্রতিটি বাড়িতে পাওয়া যায় এই দুই উপাদান।

সাপ এই দুই আমিষ সবজির গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

অথচ অনেকেই জানেন না যে সাপ এই দুটি জিনিসের গন্ধ সহ্য করতেই পারে না।

এ ছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

এ ছাড়া রয়েছে, পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি। এগুলির গন্ধও সহ্য করতে পারে না সাপ।

অনেক সময় সাপও ধোঁয়ায় আক্রান্ত হয়। অর্থাৎ, ধোঁয়া দিয়েও তাড়িয়ে দেওয়া যায়।