20 June 2024

BY- Aajtak Bangla

সাপ 'বিষধর' নাকি 'নির্বিষ'? ৪ চিহ্ন দেখলেই বুঝবেন

বর্ষায় সাপ দেখে অনেকেই ভয়ে আঁতকে ওঠে। বাড়ি জুড়ে চিল চিৎকার পড়ে যায়।

বাড়িতে হঠাৎ সাপ দেখলে ভয় পেয়ে যাবেন না। সব সাপ কিন্তু বিষধর নয়।

যদি সাপ সম্পর্কে কিছু জ্ঞান সঞ্চয় করেন তবে সাপ দেখলে আর ভয় পেতে হবে না।

সাপ 'বিষধর' নাকি 'নির্বিষ তা জানা দরকার। ৪ লক্ষণে বুঝতে পারবেন।

সাপ দূর থেকে দেখেই বিষাক্ত কি না চিনে নিন। 

বিষধর সাপের চোখের বল ডিম্বাকৃতি থাকে। চোখের মণি সাধারণত চেরা বা ডিম্বাকার হয়।

নির্বিষ সাপের চোখ সাধারণত গোলাকার হয়। বিড়ালের চোখের মতো গোলাকার হলে সেই সাপে বিষ নেই।

আবার বিষাক্ত সাপের চোখ পাতলা, কালো, উল্লম্ব, একটি হলুদ-সবুজ চোখের বল দ্বারা বেষ্টিত। তবে প্রবাল সাপের চোখ গোলাকার হলেও বিষাক্ত।

নির্বিষ সাপের মাথা গোলাকার হয়। বিষধর সাপের মাথা বেশিরভাগই ত্রিভুজাকার হয়ে থাকে। তবে এটির বাধ্যবাধকতা নেই।

বিষাক্ত সাপ কাউকে সামনে আসতে দেখলে হিস হিস শব্দ করে। ভয় দেখানোর চেষ্টা করে। লেজ দিয়ে ঝাপটা দেয়।

নির্বিষ সাপ ভয়ে লুকিয়ে থাকতে চায়, পালাতে চায়। এ দেশে বেশিরভাগ বিষাক্ত সাপ হলুদ, বাদামী এবং কালো রঙের হয়।