BY- Aajtak Bangla

এই পাতা রেখে দিন শুধু, জীবন সাপ ঢুকবে না ঘরে 

24 APRIL, 2025

সাপকে কে না ভয় পান বলুন! সাপ মানেই আতঙ্ক।

সাপ

সাপ কামড়ালে বড় বিপদ। গরম পড়তেই সাপের আনাগোনা বেড়েছে।

সাপের উপদ্রব

অনেক সময়ই ঘরের মধ্যে সাপ ঢুকে পড়ে।

ঘরে সাপ

ঘরের চারপাশ পরিষ্কার রাখতে হয়। সাপ তাড়াতে অনেকেই কার্বলিক অ্যাসিড ছড়ান।

সাপ তাড়ানোর উপায়

তবে এত কিছু করতে হবে না। এই গাছের পাতা রাখলেই পালাবে সাপ।

পাতা

বিশেষজ্ঞদের মতে, নিম পাতা খুব উপকারী। সাপের যম এই পাতা

নিম পাতা

নিম পাতার গন্ধ সাপ একদম সহ্য করতে পারে না।

গন্ধ

ঘরের সামনে নিম গাছ থাকলেও সাপের উপদ্রব কমবে।

নিম গাছ

ঘরের দরজা, জানলায় নিম পাতা রেখে দিন। তাহলে আর সাপ ঢুকবে না। পালাবে সাপ।

সাপ পালাবে