27 May 2025 

BY- Aajtak Bangla

বাড়িতে রাখুন এই মশলা, ঘরের লুকিয়ে থাকা সাপ বাপ বাপ বলে পালাবে

সাপ মানেই আতঙ্ক। সাপ তাড়াতে অনেকে বাড়ি বা ঘরের আশপাশে নানা রকম অ্যাসিড ব্যবহার করে থাকেন। 

তবে বেশ কিছু মশলা ব্যবহার করলেও সাপ পালিয়ে যায়। ঘরের কোণে লুকিয়ে থাকা সাপকে টেনে বের করে এই মশলাগুলো। 

লাল রঙের সাবানে থাকে কার্বলিক অ্যাসিড। তাই যদি বাড়িতে লাল রঙের সাবান থাকে তাহলে টকরো টুকরো করে ঘরের চারপাশে ছড়িয়ে দিন। 

রসুনের ঝাঁঝালো গন্ধ একেবারেই সহ্য করতে পারে না সাপ। রসুন বেঁটে তাতে সর্ষের তেল মাখিয়ে ঘরে ছড়িয়ে রাখুন। সাপ ঢুকবে না। 

ন্যাপথলিনের গুঁড়োও সাপ সহ্য করতে পারে না। সেজন্য তাও বাড়ির চারপাশে ছড়িয়ে রাখুন। 

এছাড়াও পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, শুকনো লঙ্কার গুঁড়ো বর্ষাকালে বাড়িতে রাখুন। 

যদি মনে হয় বাড়িতে সাপ থাকার সম্ভাবনা রয়েছে বা প্রবেশ করেছে তাহলে এই মশলাগুলো ছড়িয়ে দিন। 

এছাড়াও সালফার গুঁড়ো, ন্যাপথলিনের গুঁড়ো, ব্লিচিং পাওডার সাপকে তাড়াতে সাহায্য করে। 

বিশেষ করে যদি ব্লিচিং পাওডার বাড়ির আশপাশে ছড়িয়ে রাখেন তাহলে সাপ আশপাশে ঘেঁষবে না।