1st July, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যায়। যাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় ও জঙ্গল একটু বেশি, তাদের বাড়িতে সাপের উপদ্রব বেশি হওয়ার আশঙ্কা থাকে।
বিষধর সাপের কামড় থেকে বাঁচতে তাই এই সময় বেশি সতর্কতা দরকার। অনেকে এই সময় বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখে।
তবে সেটি ছাড়াও ঘরোয়া কিছু উপকরণ এই কাজে বেশ সাহায্য করে। আসুন তাহলে জেনে নিন।
লেবু ও গোলমরিচ লেবুর রসের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি বাড়ির বিভিন্ন কোণায় ছড়িয়ে রাখুন। এতে সহজেই সাপ দূরে থাকবে বাড়ি থেকে।
চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
পেঁয়াজ-রসুন পেঁয়াজ-রসুনের মধ্যে সালফোনিক অ্যাসিড থাকে। এই দুটির সঙ্গে কিছু সৈন্ধব লবণ মিশিয়ে নিন। এবার ঘরের বিভিন্ন অংশ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাখলে সাপ আসার ভয় থাকবে না।
ভিনিগার জলের মধ্যে থাকলে ভিনিগার সাপ তাড়াতে সাহায্য করে। বাড়ি বা বাড়ির আশেপাশে জল জমে গেলে এই পন্থা কার্যকরী। এর জন্য জলের আশেপাশে ভিনিগার ছড়িয়ে রাখতে হবে। এতেই দূরে থাকবে সাপ।
দারচিনি ও লবঙ্গের তেল সাপ তাড়াতে বেশ কার্যকরী। এক পাত্র জলে পরিমাণমতো এই দুটি উপকরণ দিয়ে জল ভাল করে ফুটিয়ে নিন। এবার সেই জলটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। সাপ দেখলে এটি স্প্রে করতে হবে সরাসরি। তাহলেই উল্টে দিকে পালাবে সাপ।
ন্যাপথলিন ন্যাপথালিন খুব পরিচিত সাপ তাড়ানোর ওষুধ। ঘরের কোণায় ন্যাপথালিন দিয়ে রেখে দিন। এর ঝাঁঝেই সাপ টিঁকতে পারবে না সেখানে।
সালফার পাউডার সালফার পাউডার সাপ তাড়ানোর শক্তিশালী উপকরণ। এটি ঘরের বাইরে ছড়িয়ে রাখলে সাপ আর ঘরে ঢোকার সাহস পাবে না।