27 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

বাড়ির গামলায় পুঁতে দিন এই এক গাছ, সাপ পড়িমড়ি পালাবে

সাপ বের হওয়ার সময় এসে গেছে। এবার পালে পালে বসত বাড়ি ঢুকে পড়বে সাপ।

কিছু বিষাক্ত সাপ আছে যা ঘরে ঢুকে একবার দাঁত বসালে মৃত্যু অবশ্যম্ভাবী।

তবে এমন কিছু গাছ রয়েছে যেগুলির একটি লাগালে সাপ বাড়ির আশেপাশে ঢুকতে পারবে না। 

বাড়িতে যে জায়গা দিয়ে সাপ প্রবেশ করতে পারে সেসমস্ত জায়গাতে এই গাছগুলির একটা পুঁতে দিন। বাড়িকে সাপ মুক্ত করুন।

সাপ তাড়ানোর প্রাকৃতিক উপায়গুলির মধ্যে একটি হল রসুন গাছ। এই গাছে রয়েছে সালফোনিক অ্যাসিড। 

এমনকি রসুন থেতো করে রাখলেও বাড়িতে সাপ ঢোকে না। রসুন গাছ বাড়িতে লাগাতে পারলে সাপের প্রবেশ বন্ধ হয়ে যাবে।

বাড়িতে সাপের প্রবেশ আটকাতে পেঁয়াজ গাছও লাগাতে পারেন। এতে রসুনের মতো সালফোনিক অ্যাসিডও রয়েছে। সাপ এই অ্যাসিডে বেশিক্ষণ থাকতে পারে না।

তুলসী গাছে ঔষধিগুণ প্রচুর। তুলসী গাছ লাগিয়ে বাড়ির দরজা, জানালা বা বারান্দায় রাখলে সাপ এবং বিছে বাড়ির আশপাশে আসবে না। পুদিনা গাছ রাখলেও সাপ বাড়ির কাছে আসে না।

সর্পগন্ধা গাছও লাগাতে পারেন। এই গাছ রাখলে বাড়িতে সাপ ত্রিসীমানা মারাবে না।