13 MAY 2025

BY- Aajtak Bangla

পকেটে রেখে দিন ৫ টাকার এই এক জিনিস, সাপ ধারেকাছে মারাবে না

সাপ দেখলে যে কেউ ভয় পায়। বিষধর হোক বা নির্বিষ দেখলেই হৃদকম্প শুরু হয়ে যায়।

অনেকে ভয়ে সাপ মেরে ফেলেন। কিন্তু এই ভুলটা করবেন নায সাপ বাস্তুতন্ত্রে ভারসাম্য রাখে। না মের নিজেকে সাপ ও সাপের বিষ থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন জেনে রাখুন।

বিষধর সাপ মানুষের প্রাণ কাড়তে পারে। তাই সাপের নাম শুনলে অনেকে আঁতকে ওঠেন।

তাই প্রাকৃতিকভাবে কীকরে সাপ তাড়ানো যায় তা জেনে রাখুন। সাপ মরবে না, ধারেকাছেও আসবে না।

জানলে অবাক হবেন মাত্র ৫ টাকার এই ছোট্ট জিনিসটি সঙ্গে রাখলে সাপ ধারেকাছে আসবে না।  

এটি হল সর্পগন্ধা গাছের শিকড়। মাত্র ৫ টাকা দিয়ে এটি কিনে পকেটে রাখুন।  সাপের কামড় থেকে রক্ষা পাবেন। এটা পকেটে রেখে বর্ষায় ঝোপঝাড়ে যান নিশ্চিন্তে।

যাঁরা গ্রামে থাকে বা মাঠেঘাটে চাষাবাদ করতে যান তারা সাপের ত্রাস থেকে রক্ষা পাবেন।