BY- Aajtak Bangla
24 AUGUST 2024
বাড়ির আশপাশে গাছ- গাছালি বেশি থাকলে ঘরে সাপ ঢুকে যাওয়া আশঙ্কা থাকে। শিব ও মনসার বাহন বলে, অনেকেই সাপ মারতে চান না।
সাপ অত্যন্ত বিপজ্জনক প্রাণী। বিষধর সাপ একবার কামড়ালে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব।
তবে কথায় আছে , যে জিনিসে যত ভয় সেই জিনিসে মানুষের আকর্ষণও ততটাই বেশি। সাপের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য
সাপ কখন ঘুমায়? কোন সাপ কখন জেগে ওঠে? এসব নানা প্রশ্ন বারবার সকলের মনে আসে।
সাধারণত, প্রতিটি প্রজাতির সাপ যেভাবে কামড়ায়, শিকার করে বা কামড়ায় তার খুব একটা পার্থক্য নেই। রইল সাপের কিছু অজানা তথ্য।
কিছু কিছু সাপ আছে যেগুলি হাওয়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে। কিং কোবরা প্রতি সেকেন্ডে ৩.৩৩ মিটার দৌড়াতে পারে।
একটি সাপ প্রায় মানুষের থেকেও বেশি ঘুমায়। যেখানে একটি মানুষ সারাদিনে ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমায়। সেখানে সাপ সাধারণত ১৬ ঘণ্টা ঘুমায়। কিং কোবরা প্রায় ১৮ ঘণ্টার বেশি ঘুমায়।
সাপেরা সাধারণত ঠান্ডায় থাকতে বেশি ভালোবাসে। তবে তীব্র গন্ধ যেমন আদা , রসুন ও ফিনাইলের গন্ধ সাপ সহ্য করতে পারে না।
ক্রাইট , কোবরা ও কিং কোবরা জাতীয় সাপেরা বিষধর হয়। এই সাপ কামড়ালে মানুষের প্রায় বাঁচার আশা থাকে না।
সাপেরা উজ্জ্বল আলো সহ্য করতে পারে না। তবে অন্যান্য সাপের থেকে কিং কোবরার আয়ু বেশি। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সাপও ভয় পায়।