BY- Aajtak Bangla

সাপ কতটা বিষধর, দূর থেকেই বুঝুন এই চিহ্ন দেখে 

7 APRIL, 2025

সাপ মানেই আতঙ্ক। সাপকে কে না ভয় পায় বলুন!

সাপ

 সাপে বিষ থাকে। তাই সাপে সকলেই ভয় পান। অনেক সাপের আবার বিষ নেই।

বিষ

সাপ বিষধর না কি নির্বিষ, তা এই চিহ্ন থেকেই বুঝে যান...

চিহ্ন

 বিশেষজ্ঞদের মতে, সাপের চোখের মণি যদি ডিম্বাকৃতি হয়, তা বিষধর। নির্বিষ সাপের চোখ গোলাকার হয়।

চোখ

 নির্বিষ সাপের মাথা সাধারণত গোলাকার হয়। বিষধর সাপের মাথা প্রায়ই ত্রিভুজাকার হয়।

মাথা

বিষধর সাপের মাথায় গর্ত থাকে।

গর্ত

সর্প বিশেষজ্ঞদের মতে, বিষধর সাপ কাছে আসতে দেখলে হিসহিস শব্দ করে।

শব্দ

বিষধর সাপের চোখ পাতলা, কালো হয়। 

পাতলা

বিষাক্ত সাপেরা লেজ দ্রুত নড়াচড়া করে।

লেজ