BY- Aajtak Bangla
24 JULY, 2024
সাপ বারবার জিভ বের করে। এই দৃশ্য আপনারা দেখে থাকবেন। বিষধর বা বিষহীন যে সাপই হোক না কেন, এই দৃশ্য দেখা যায়।
কিন্তু কেন সাপ বারবার জিভ বের করে? সাপের জিভে কি তাহলে বিষ থাকে? সেজন্য বারবার জিভ বের করে?
সাপ যদি বারবার তার জিভ বের করে তার অর্থ হল জিভের সাহায্যে সে বাইরের পরিবেশ বোঝার চেষ্টা করে।
কারণ সাপের শোনার ক্ষমতা নেই, তাই তারা গন্ধ পেয়ে শিকারী শনাক্ত করে।
যখন সাপ বাতাসে জিভ নাড়ায় তার অর্থ বাতাসে ভেসে থাকা ছোটো কণার মধ্যে উপস্থিত ঘ্রাণ সংগ্রহ করে।
এই জিভ সাপের মুখের উপরের অংশে থাকে। সাপের জিভ কাটা থাকে। জিভ কাটা থাকেই বলে সাপের ভিতরে তা ভালোভাবে ফিট করে।
সাপ তার জিভের মাধ্যমে তার শিকারের ধরন, প্রজাতি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে।
সাপের জিভে কিছু রাসায়নিক থাকে। এই রাসায়নিক মস্তিষ্কে বার্তা পাঠায়, শিকারটি কী। সেই অনুযায়ী সাপ সিদ্ধান্ত নিতে পারে তার শিকার করা উচিত কিনা।