BY- Aajtak Bangla

এই ৩ গাছ ঘরের চারপাশে থাকলে সাপ ঢুকবেই, রুখতেই পারবেন না

25 APRIL, 2025

সাপের ভয় কে না পায় বলুন! সাপের আতঙ্কে অনেকেই ভোগেন।।

সাপ

অনেক সময়ই ঘরের মধ্যে সাপ ঢুকে যায়। কেউ বুঝতেই পারেন না।

ঘরে সাপ

ঘরে কিছু জিনিস রাখলেই সাপ ঢোকে। কিছুতেই আটকানো যাবে না।

এসব জিনিস

ঘরের আশপাশে বাতাবি লেবুর গাছ রাখবেন না। এই গাছ সাপকে টানে। তাই এই লেবু গাছ থাকলে সাপ আসবেই।

বাতাবি লেবু

ঘরের চারপাশে পাইন, চন্দন গাছ থাকলেও সাপের উপদ্রব বাড়ে।

পাইন-চন্দন

ঘরে কেঁচো, কেন্নো থাকলে সাবধান! সাপ আসবেই। তাই ঘর নিয়মিত পরিচ্ছন্ন রাখুন।

পরিষ্কার রাখুন

সাপ ইঁদুর খায়। তাই ঘরে যদি ইঁদুরের উপদ্রব হয়, তা হলে সাপ ঢুকবেই।

ইঁদুর

খরগোশও খায় সাপ। অনেকে ঘরে খরগোশ পোষেন। তাই সাবধান, সাপ আসতে পারে।

খরগোশ