BY- Aajtak Bangla

এগুলো ঘরে রাখলেই সাপ ঢুকবে, কিছুতেই আটকাতে পারবেন না

9 FEB 2025

সাপের ভয় কে না পায় বলুন! সাপের আতঙ্কে অনেকেই ভোগেন।।

অনেক সময়ই ঘরের মধ্যে সাপ ঢুকে যায়। কেউ বুঝতেই পারেন না।

ঘরে কিছু জিনিস রাখলেই সাপ ঢোকে। কিছুতেই আটকানো যাবে না।

ঘরের আশপাশে বাতাবি লেবুর গাছ রাখবেন না। এই গাছ সাপকে টানে। তাই এই লেবু গাছ থাকলে সাপ আসবেই। 

ঘরের চারপাশে পাইন, চন্দন গাছ থাকলেও সাপের উপদ্রব বাড়ে।

ঘরে কেঁচো, কেন্নো থাকলে সাবধান! সাপ আসবেই। তাই ঘর নিয়মিত পরিচ্ছন্ন রাখুন।

সাপ ইঁদুর খায়। তাই ঘরে যদি ইঁদুরের উপদ্রব হয়, তা হলে সাপ ঢুকবেই।

খরগোশও খায় সাপ। অনেকে ঘরে খরগোশ পোষেন। তাই সাবধান, সাপ আসতে পারে।