04 SEPTEMBER, 2024

BY- Aajtak Bangla

বাড়ির গামলাতে এই ৪ গাছের একটা লাগান, সাপ পড়িমড়ি পালাবে

সাপ গর্ত থেকে বেরিয়ে আসার সময় এখনও আছে। উঁচু এলাকায় ঢুকে পড়ে। লোকের বাড়িতেও ঢুকে আসে।

এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যা কামড়ালে মুহূর্তেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। তাই এই সময় বাড়তি সতর্ক হওয়া দরকার।

তবে এমন কিছু গাছ রয়েছে এর মধ্যে একটি লাগালেও সাপ বাড়ির আশেপাশে ঢুকতে পারে না। 

বাড়িতে যে জায়গা দিয়ে সাপ প্রবেশ করতে পারে সেসমস্ত জায়গাতে এই গাছগুলির একটা লাগান। বাড়িকে সাপ মুক্ত করুন।

সাপ তাড়ানোর প্রাকৃতিক উপায়গুলির মধ্যে একটি হল রসুন গাছ। এই গাছে রয়েছে সালফোনিক অ্যাসিড। 

রসুন গাছ বাড়িতে লাগাতে পারলে সাপের প্রবেশ বন্ধ হয়ে যাবে।

বাড়িতে সাপের প্রবেশ আটকাতে পেঁয়াজ গাছও লাগাতে পারেন। এতে রসুনের মতো সালফোনিক অ্যাসিডও রয়েছে। সাপ এই অ্যাসিডে বেশিক্ষণ থাকতে পারে না।

তুলসী গাছে ঔষধিগুণ প্রচুর। তুলসী গাছ লাগিয়ে বাড়ির দরজা, জানালা বা বারান্দায় রাখলে সাপ এবং বিছে বাড়ির আশপাশে আসবে না। পুদিনা গাছ রাখলেও সাপ বাড়ির কাছে আসে না।

সর্পগন্ধা গাছও লাগাতে পারেন। এই গাছ রাখলে বাড়িতে সাপ ত্রিসীমানা মারাবে না।