20 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

এই 'যম' পাউডার গায়ে লাগলেই মরবে সাপ, বাড়ির চারপাশে ছিটিয়ে রাখুন

সাপের শীতঘুম থেকে জেগে ওঠার পালা ফের শুরু হচ্ছে। তাই গরম পড়ার আগেই বাড়িতে কিছু ব্যবস্থা করে রাখুন। 

এতে সাপ বাড়িতে ঘুণাক্ষরেও ঢুকবে না। ঢুকবেও না।

আজকাল শহরেও বাড়িগুলিতে সাপ ঢুকে পড়ে। তাই আগে থেকে এই কাজগুলি সেরে রাখুন।

বাজার থেকে লাল সাবান কিনে আনুন। এতে থাকে কার্বলিক অ্যাসিড বা কার্বনিল। তাই লাল সাবান টুকরো টুকরো করে দিলে ঘরে সাপ প্রবেশ আটকানো যেতে পারে।

এছাড়া, আগেভাগে একটা সালফার পাউডার কিনে রাখুন। ঘরের যে জায়গাগুলি দিয়ে সাপ ঢুকতে পারে সেখানে তা ছড়িয়ে রাখুন।

সালফারের গুঁড়ো সাপের চামড়ায় জ্বালা ধরায়। এটি সাপের গায়ে লাগলে সাপ আর সেই জায়গার ত্রিসীমানা মারায় না।

রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে একদিন রেখে তা বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। তবে এটি ঘন ঘন করতে হবে। তবেও সাপ আসবে না

বাড়ির চারপাশে ন্যাপথলিন গুঁড়োও ছড়াতে পারেন। এতেও সাপ ভয় পাবে না।