27 May, 2025
BY- Aajtak Bangla
বাড়ির বাথরুম ও কমোড: স্যাঁতসেঁতে এবং অন্ধকার জায়গা হওয়ায় সাপ এই জায়গায় লুকিয়ে থাকতে পারে।
ঘরের নীচে বা মেঝের ফাঁকে: পুরনো বাড়িতে ফাঁকা মেঝের নিচে বা টালি-সিমেন্টের ফাটলে সাপ ঢুকে পড়ে।
জমে থাকা জলের ড্রেন ও পাইপলাইন: অতিরিক্ত বৃষ্টির সময় ড্রেনে জল জমে থাকে, সাপ এই জায়গায় চলাচল করে।
গ্যাস সিলিন্ডার ও ফ্রিজের পেছনের ফাঁকা জায়গা: গরম ও নিরাপদ মনে করে সাপ এই জায়গাগুলোতে ঢুকে পড়ে।
দরজার নিচের ফাঁক বা জানালার ছিদ্র দিয়ে: ছোট ছোট ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করে লুকিয়ে পড়ে।
বাড়ির ছাদে জমে থাকা শুকনো পাতা ও আবর্জনায়: শহরে ছাদে যেসব জায়গা পরিস্কার করা হয় না, সেগুলো সাপের বাসস্থান হয়ে ওঠে।
জুতোর র্যাক বা দরজার পাশের অন্ধকার কোণা: শহরের বাড়িতে অন্ধকার ও কম যাওয়া-আসার জায়গায় সাপ ঢুকে থাকে।
সিঁড়ির নিচে জমে থাকা আবর্জনা বা পুরনো জিনিসপত্র: স্যাঁতসেঁতে ও অপ্রয়োজনীয় জিনিসের নিচে সাপ আশ্রয় নেয়।
ঘরের ভিতরে রাখা পুরনো ট্রাঙ্ক বা বাক্সের ভিতর: বাতিল বাক্স বা আলমারির নিচে দীর্ঘদিন ঝাঁটা না দিলে সাপ ঢুকে পড়ে।
বর্ষায় নিয়মিত বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখুন, অন্ধকার জায়গায় হাত দেওয়ার আগে দেখে নিন, দরজা-জানালার ফাঁক বন্ধ রাখুন।