BY- Aajtak Bangla

ঘরে জুতোয় সাপ ঢুকে বসে আছে! কীভাবে বুঝবেন?

17 April, 2025

গরমকালে সাপের চলাচল বেড়ে যায়। সাপ মূলত ঠান্ডা জায়গা খোঁজে এবং বাসস্থানে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। বিশেষ করে এই সময় গ্রামের পাশাপাশি শহরেও সাপ ঢোকার ঘটনা ঘটে। 

বনে-পাহাড়ে

ঝোপঝাড়, লম্বা ঘাস, কাঠ বা আবর্জনার স্তূপ জমিয়ে রাখবেন না। এগুলো সাপের আশ্রয়স্থল হয়ে ওঠে।

সাপে কাটার রোগী

দেয়ালে, জানালায় বা মেঝেতে থাকা ফাঁক-ফোকর, ছোট গর্তগুলি সিল করে দিন। সাপ সহজেই এসব দিয়ে ঢুকে পড়ে।

শক্ত বাঁধন

ইঁদুর, টিকটিকি, পোকামাকড় সাপের খাবার। খাবারের গন্ধে তারা ঘরে আসে, আর তাদের পেছনে আসে সাপ।

Title 2

ঘরের আশেপাশে আবর্জনা জমিয়ে রাখবেন না। এতে সাপ ও অন্যান্য প্রাণী আকৃষ্ট হয়।

সাপের বিষ

সাপ তীব্র গন্ধ সহ্য করতে পারে না। পেঁয়াজ, রসুন, নিলগিরি তেল ব্যবহার করলে সাপ দূরে থাকে।

সাপুড়ে বা ওঝা

বাড়ির চারপাশে চুন ও নুন ছড়ান। এই মিশ্রণ সাপের চলাচলে বাধা দেয় বলে অনেকে মনে করেন। বিশেষ করে প্রবেশপথে ব্যবহার করুন।

নির্বিষ সাপের

রাতে দরজা-জানালা ঠিকমতো বন্ধ রাখুন। রাতে সাপ চলাচল বেশি করে, তাই দরজা-জানালার নিচে রবার স্ট্রিপ দিন।

আধশোয়া

সাপে আক্রান্ত অঞ্চলে সাপ তাড়ানোর পাউডার বা ডিভাইস ব্যবহার করুন

সাপ কামড়