BY- Aajtak Bangla
17 April, 2025
গরমকালে সাপের চলাচল বেড়ে যায়। সাপ মূলত ঠান্ডা জায়গা খোঁজে এবং বাসস্থানে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। বিশেষ করে এই সময় গ্রামের পাশাপাশি শহরেও সাপ ঢোকার ঘটনা ঘটে।
ঝোপঝাড়, লম্বা ঘাস, কাঠ বা আবর্জনার স্তূপ জমিয়ে রাখবেন না। এগুলো সাপের আশ্রয়স্থল হয়ে ওঠে।
দেয়ালে, জানালায় বা মেঝেতে থাকা ফাঁক-ফোকর, ছোট গর্তগুলি সিল করে দিন। সাপ সহজেই এসব দিয়ে ঢুকে পড়ে।
ইঁদুর, টিকটিকি, পোকামাকড় সাপের খাবার। খাবারের গন্ধে তারা ঘরে আসে, আর তাদের পেছনে আসে সাপ।
ঘরের আশেপাশে আবর্জনা জমিয়ে রাখবেন না। এতে সাপ ও অন্যান্য প্রাণী আকৃষ্ট হয়।
সাপ তীব্র গন্ধ সহ্য করতে পারে না। পেঁয়াজ, রসুন, নিলগিরি তেল ব্যবহার করলে সাপ দূরে থাকে।
বাড়ির চারপাশে চুন ও নুন ছড়ান। এই মিশ্রণ সাপের চলাচলে বাধা দেয় বলে অনেকে মনে করেন। বিশেষ করে প্রবেশপথে ব্যবহার করুন।
রাতে দরজা-জানালা ঠিকমতো বন্ধ রাখুন। রাতে সাপ চলাচল বেশি করে, তাই দরজা-জানালার নিচে রবার স্ট্রিপ দিন।
সাপে আক্রান্ত অঞ্চলে সাপ তাড়ানোর পাউডার বা ডিভাইস ব্যবহার করুন