6 April, 2025

BY- Aajtak Bangla

বাড়িতে সাপ আসে আপনার এই ৩ ভুলেই 

v

বর্ষায় বাড়ে সাপের উপদ্রব। এর ফলে থাকে প্রাণহানির ঝুঁকিও। 

সাপের উপদ্রব রুখতে না পারলে বড় বিপদ ঘটে যেতে পারে। 

অনেকেই ঘরে কার্বলিক অ্যাসিড দিয়ে ভাবেন বাঁচা গেল! তা কিন্তু নয়। 

মানুষেরই কয়েকটি ভুলে বাড়ির চারপাশে বাড়ে সাপের বাড়বাড়ন্ত। 

শুরুতেই বাড়ির চারপাশে থাকা বড় ঘাস ও জংলি ছোট গাছ কেটে সাফ করুন।

বড় ঘাসে থাকা পোকামাকড়ের লোভেই আসে সাপ। 

ঘাস ও বনে পোকামাকড় মারার ওষুধ দিন নিয়মিত। তাহলে সাপ আর আসবে না।

বাড়ির আশেপাশে জলা জায়গা রাখবেন না। পরিষ্কার করুন। সম্ভব না হলে কার্বলিক অ্যাসিড দিন।   

বাড়ির চারপাশে ছড়ান ব্লিচিং পাউডার। এর গন্ধে সাপ আসে না।