3 APRIL, 2025

BY- Aajtak Bangla

এই ৬ গাছ বাড়িতে থাকলে সাপ ঘরে ঢুকে বসে থাকে, জানাটা প্রয়োজন

সুগন্ধী গাছ আমরা সকলেই ভালবাসি। অনেকেই বাড়িতে সুগন্ধ ছড়ানোর জন্য প্রায়ই বাড়ির ছাদে বা বাড়ির আশপাশে বিভিন্ন সুগন্ধি গাছ লাগিয়ে থাকেন।

কিন্তু এই সুগন্ধী গাছই আপনার জীবন কেড়ে নিতে পারে। কীভাবে জেনে নিন।

সুগন্ধ বিভিন্ন বিষধর সাপেদের আকৃষ্ট করে। ফলে, এই সুগন্ধী গাছগুলোর আশপাশ হয়ে ওঠে সাপেদের আস্তানা। 

কোন কোন সুগন্ধী গাছ সাপেদের আকৃষ্ট করে জানেন কি?

পাইন গাছ ঠান্ডা থাকে ও ছায়া দেয়। পাইন গাছের গোড়াতে সাপেরা বসবাস করে। এই সাপগুলি বেশ বড় আকৃতির হয়। তাই বাড়ির আশপাশে পাইন থাকলে সতর্ক থাকুন।

জুঁই গাছ ছায়াবিশিষ্ট ও সুগন্ধী জাতীয় গাছ। তাই অনেকেই বাড়িতে এই গাছ লাগান। তবে এই গাছের আশপাশে বিষধর সাপেরা থাকতে পছন্দ করে।

চন্দন গাছ সাপেদের প্রধান বাসস্থান। এই গাছের গুঁড়ি ফাঁপা ও ঠান্ডা থাকে বলে সাপেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই আপনার বাড়িতে চন্দন গাছ থাকলে সাবধানে থাকবেন।

অনেকেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়িতে ক্লোভার ও সাইপ্রাস জাতীয় গাছ লাগিয়ে থাকেন। এই গাছগুলি ঘন হয় বলে সাপেরা এই ধরনের গাছে বাস করতে পছন্দ করে।

লেবু গাছে সাইট্রাস জাতীয় পোকামাকড়, ইদুঁরের বাসস্থান বলে সাপেরা লেবু গাছে আশ্রয় নিতে পছন্দ করে। তাই আপনার বাড়িতে যদি লেবু গাছ থাকে তাহলে সতর্ক থাকুন।