BY- Aajtak Bangla
12 March 2024
আমাদের জীবনে গাছের বড় ভূমিকা রয়েছে। গাছ ছাড়া আমাদের জীবন অচল।
বিভিন্ন গাছের নানা গুণ রয়েছে। আমাদের শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন গাছ উপকারী।
বসন্তে সজনে গাছের ফুল, পাতা, ডাঁটা খুবই উপকারী। একাধিক রোগ সারায় এই গাছ।
সজনে গাছের ডাঁটা খেলে বসন্ত রোগের ঝুঁকি কমে।
বিশেষজ্ঞদের মতে, সজনে গাছের পাতা খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
সজনে গাছের ফুল , পাতা পেস্ট কর খেলে প্রস্রাবের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
সজনে পাতার গুঁড়ো খেলে হরমনজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
সজনে ফুলের পেস্ট ত্বকের সমস্যা দূর করতেও কার্যকরী।