19 APRIL 2023
বৃহস্পতিবার (২০ এপ্রিল, ২০২৩) বিরল হাইব্রিড সূর্যগ্রহণ হতে চলেছে। ওই দিন সূর্য, চাঁদ এবং পৃথিবী মহাকাশে একটি বিরল সরলরেখায় একত্রিত হবে।
এই গ্রহণকে মহাকাশ বিজ্ঞানীরা 'হাইব্রিড' সূর্যগ্রহণ বলছেন। আগামী বৃহস্পতিবার হতে চলা এই সূর্যগ্রহণকে নিঙ্গালু ইক্লিপসও (Ningaloo Eclipse) বলা হয়।
২০ এপ্রিল, ২০২৩ চাঁদের ছায়া পড়ে সূর্যের একটা অংশ ঢেকে যাবে মিনিট খানেকের জন্য। এই দৃশ্য দেখা যাবে পৃথিবীর বেশ কয়েকটি শহর থেকে।
প্রতি ১৮ মাসে একবার পৃথিবীর কোনও না কোনও অংশে সূর্যগ্রহণ হয়। এই সূর্যগ্রহণ এই বছরের প্রথম সূর্যগ্রহণ।
২০ এপ্রিল, ২০২৩ সকাল ১০টা ০৪ মিনিটে শুরু হবে হাইব্রিড সূর্যগ্রহণ এবং ১১টা ৩০ মিনিট নাগাদ এই গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
এই 'হাইব্রিড' সূর্যগ্রহণ ২ ঘন্টারও বেশি সময় ধরে চললেও চাঁদের ছায়ায় সূর্য ঢাকা পড়বে এক মিনিটেরও কম সময়ের জন্য।
হাইব্রিড সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার কিছু অংশে এই হাইব্রিড সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।
এই সূর্যগ্রহণ সবচেয়ে ভালভাবে দৃশ্যমান হবে অস্ট্রেলিয়ার এক্সমাউথে। বিশ্বের প্রায় ২০টি শহর থেকে এই 'হাইব্রিড' সূর্যগ্রহণ দেখা যাবে।