BY- Aajtak Bangla

একাই ঘুরতে যাওয়ার শখ? মহিলারা সোলো ট্রাভেলে কী কী মাথায় রাখবেন

22 MAY, 2023

ভ্রমণপ্রিয়রা সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন ঘুরতে। যার মধ্যে সোলো ট্রাভেল আলাদা উত্তেজনা আনে। 

তবে সেক্ষেত্রে সুরক্ষার কথা মাথায় রাখা উচিত। বিপদ বলে আসে না! তাই সাবধান থাকলে আপনার সোলো ট্রিপের মজা দ্বিগুণ হবে। 

একা দূরে ঘুরতে যাওয়ার সময় কী কী মাথায় রাখবেন? রইল সুরক্ষিত সোলো ট্রিপের টিপস।

যে গাড়িতে ঘুরবেন, তার নেমপ্লেটের একটা ছবি তুলে পাঠিয়ে দিন পরিচিত কারও নম্বরে। সম্ভব হলে গাড়িচালকের সঙ্গে সেলফি তুলে পাঠিয়ে রাখুন।

যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানকার থানা, মহিলা সুরক্ষা দপ্তর, হাসপাতালের নম্বর সেভ করে রাখুন ফোনে। 

হোটেল বুক করার আগে ভাল করে খোঁজ খবর নিন। হোটেলের খুঁটিনাটি পাঠিয়ে রাখুন পরিচিত কারও কাছে।

হোটেলের ঘরে ও বাথরুমে কোনও লুকানো ক্যামেরা আছে কিনা, দেখে নিন। বিপদ বুঝলে নিঃশব্দে বেড়িয়ে যান।

সবসময় কাছে নগদ টাকা রাখবেন। কারণ এরকম বহু জায়গা আছে যেখানে কার্ড বা স্ক্যানারের ব্যবস্থা নেই। 

পুরো টাকা কখনও একসঙ্গে রাখবেন না। আলাদা আলাদা করে বিভিন্ন জায়গাতে রাখুন। 

নেশা থেকে দূরে থাকাই ভাল বা করলেও একদম মেপে করুন। কারণ সেখানে নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে। 

স্যানিটারি প্যাড, বাড়তি টাকা, ওষুধপত্র, টর্চ, শুকনো খাবার ইত্যাদি আলাদা একটা ছোট ব্যাগে ভরে নেবেন।