BY- Aajtak Bangla
5 OCTOBER, 2023
ভাল কর্মী হতে গেলে বিশ্বাসযোগ্যতা খুব প্রয়োজনীয় বিষয়। ধারাবাহিকভাবে অফিসের কোনও কাজ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
শেখার অদম্য ইচ্ছা থাকতে হবে, নতুন কিছু কাজ করার চেষ্টা থাকতে হবে, সাহসী হতে হবে।
শোনার ক্ষমতা থাকা অবশ্যই প্রয়োজন। কথা সবাই বলে। শোনার ধৈর্যটাও একটি শিল্প। ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে।
ভালো কর্মী হতে গেলে ঝুঁকি নিয়েও কোনও কাজ অন্তত চেষ্টা করার ইচ্ছেটাও থাকতে হবে, চেষ্টার ফল বৃথা যায় না।
সহ কর্মীদের সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে যে কোনও কাজ করা উচিত। অর্থাত্ ভাল টিমম্যান হওয়াটা জরুরি।
সব সময় সক্রিয় থাকবেন, কোনও কাজের সমস্যার সমাধান নিজেকেই খুঁজতে হবে।
কোনও কাজে সমস্যা দেখা দিলে সেই সমস্যার বিশ্লেষণ করা উচিত, তার বাস্তবিক সমাধান খোঁজা উচিত।
কাজে পেশাদারিত্ব বজায় রাখবেন, মর্যাদার সঙ্গে ও সঠিক সময় মেনে কাজ করা উচিত।
ভাল কর্মীর আরও একটি বড় গুণ হল শৃঙ্খলা। ঠিক সময়ে, ডেডলাইনে কোনও কাজ শেষ করা। দীর্ঘক্ষণ অফিসে থাকা মানেই ভাল কর্মী নন।