BY- Aajtak Bangla

যে পোশাকগুলো ছেলেদের থাকা দরকার, জেনে রাখুন

22 Jun, 2024

একটা ফিট ‘পিওর’ শাদা শার্ট আবশ্যক। সেটা একেবারেই মিনিমালিস্টিক লুকের, বোতামও হবে সাদা। বোতামেও থাকবে না কোনো কারুকার্য।

পুরুষের একটা কালো পাঞ্জাবি থাকবে না, তা হয় না। কালো পাঞ্জাবির মতো মানানসই, স্টাইলিশ পোশাক খুব কমই হয়। এ ছাড়া একটা সাদা পাঞ্জাবিও আবশ্যক। প্রিন্টের আর একটা সিল্কের ভালো পাঞ্জাবিও রাখতেই পারেন।

ডেনিমের শার্ট, চেক শার্ট আর ফরমাল অক্সফোর্ড শার্ট। এই তিন রকম শার্টের সঙ্গে রাখতে পারেন একটু ক্যাজুয়াল লুকের বোলিং শার্ট আর নিট শার্ট। এরসঙ্গে একটা নেভি ওভারশার্ট হলেই জমে যাবে।

ফর্মাল প্যান্ট আর জিনস। কালো রঙের, নিউট্রাল রঙের চিনোস, স্লিম ফিট ট্রাউজার, সেমিফরমাল প্লিটেড ক্রপড ট্রাউজার আপনার লাগবেই। জিনস যে আবশ্যক, তা বলাই বাহুল্য। একটা স্কিনি বা স্লিম ব্লু জিনস আর একটা রিল্যাক্সড রেগুলার ফিট জিনস রাখতেই হবে।

একটা মিনিমালিস্টিক ব্লেজার আপনার লাগবেই। হতে পারে সেটা কালো বা হালকা স্ট্রাইপের, সুতি, লিনেন, ভেলভেট বা ট্যুইড!

পরিণত, স্টাইলিশ আবার অভিজাত লুকের জন্য পোলো টি-শার্টের বিকল্প পাওয়া ভার। পোলো হতে পারে একরঙা, গলফ পোলো, স্ট্রাইপড বা ফ্লোরাল প্রিন্টেড। 

স্টাইলিশ নারীর জন্য যেমন হাতব্যাগ গুরুত্বপূর্ণ, পুরুষের জন্য সেটা জুতা। এক জোড়া সাদা স্নিকার্স সবকিছুর সঙ্গে পরতে পারবেন। তবে প্রতি সপ্তাহে আপনাকে সেটা পরিষ্কার করতে হবে। এক জোড়া লোফার পাঞ্জাবির সঙ্গে খুব মানানসই।

একটা ভালো, স্টাইলিশ লুকের ব্রাউন ব্রগের জন্য আপনি খানিকটা বিনিয়োগ করতেই পারেন।

ঘড়ি বা স্মার্ট ওয়াচ ছাড়া পুরুষের লুক অসম্পূর্ণ। আর ভালো মানানসই সানগ্লাস সংগ্রহে রাখা ভুল হবে না।

একটা ডেনিমের জ্যাকেট আর একটা লেদারের জ্যাকেট রাখবেন। সম্ভব হলে এই দুইয়ের পাশে একটা বোম্বার জ্যাকেটকেও জায়গা দেবেন।

আর একটা ধূসর হুডি আপনার আলমারি বা ওয়ার্ডরোবের সংগ্রহে আনবে পূর্ণতা।