6 OCT, 2024
BY- Aajtak Bangla
আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে কোনও কোনও দুর্গাপুজো কমিটির ব্যানারে লেখা 'সর্বজনীন'। আবার অনেকেই লেখা 'সার্বজনীন'।
এখন প্রশ্ন, কোনটা ঠিক? আমার অনেকেই এই ঠিকটা জানি না। তাই বলি ও লিখি ভুল।
আজকে আমরা এই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব।
দুটোই শুদ্ধ কিন্তু অর্থ ভিন্ন। একটি বিশেষ্য এবং অন্যটি বিশেষণ। অনেকে ‘সর্বজনীন’ অর্থে ‘সার্বজনীন’ লিখে থাকেন। অর্থ না-জানার জন্য এমন হয়ে থাকে।
‘সর্বজনীন’ শব্দের আভিধানিক অর্থ-সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, বারোয়ারি, সর্বসাধারণের সহায়তায় কৃত, সকলের জন্য মঙ্গলকর বা কল্যাণকর, সবার জন্য হিতকর, সবার মঙ্গলের জন্য কৃত, সকলের জন্য উদ্দিষ্ট।
আর ‘সার্বজনীন’ শব্দের আভিধানিক অর্থ -‘সবার মধ্যে প্রবীণ, জ্যেষ্ঠ’।
তাই সবার জন্য প্রযোজ্য, সবার জন্য হিতকর প্রভৃতি অর্থে ‘সার্বজনীন’ লেখা ঠিক নয়। তাই লিখতে হবে সর্বজনীন।
পুজোর বারোয়ারি অর্থে প্রয়োগ করা হলে শব্দটি হবে সর্বজনীন দুর্গাপুজো।