8 June 23
BY- Aajtak Bangla
খালি পেটে কী খেয়ে নিজেকে ফিট রেখেছেন সৌরভ? ফাঁস ডায়েট
দাদাগিরি'-র অত্যন্ত জনপ্রিয় শো। প্রতি পর্বেই প্রতিযোগীদের কৌতূহল মেটান সৌরভ।
সৌরভের দাদাগিরিতে আসেন সমাজের নানা ক্ষেত্রের অতিথিরা।
দাদা'-র সঙ্গে আড্ডা জমান সেলেব্রিটি প্রতিযোগীরা। বেরিয়ে আসে অজানা নানা কথা।
খেলা ছেড়ে দেওয়ার পরও সৌরভ অত্যন্ত ফিট। তাঁর ফিটনেসের রহস্য কী?
একবার এক অভিনেত্রী জানতে চান,'যতবারই দেখি তোমায় হ্যান্ডসাম লাগে...এত সুন্দর লাগে যে, সব ভুলে যাই।'
সৌরভের ফিটনেসের রহস্য জানতে ওই অভিনেত্রী। কী খান সৌরভ?
সৌরভ জানালেন, প্রতিদিন সকালে উচ্ছের রস খান।
এছাড়া মাংস, চিকেন, ডিম, মিষ্টি, চকোলেট কোনওটাই চলে না তাঁর।
অর্পিতা বললেন,'এই জন্যেই এত মিষ্টি হাসি...।'
সৌরভের সহাস্য জবাব, 'মিষ্টি হাসিটার জন্য তো আর ডায়েট লাগে না,দাঁত লাগে...।'
Related Stories
মাত্র ২ জিনিসেই হবে লক্ষ্মী পুজোর খইয়ের মোয়া, সেরা কায়দা জানুন
তেল ছাড়াই হবে চটপটা লেবুর আচার, সহজ রেসিপি
১ কেজি মাটন ম্যারিনেটের জন্য কতটা দই লাগবে? বাবুর্চির টিপস
লেবুর রস ঘষুন এভাবে, চুলের তলার চামড়া থেকে খুসকি গায়েব