BY- Aajtak Bangla

কিচ্ছু করতে হবে না, শুধু চুপচাপ বসে থাকুন, টিপস মনোবিদের

5th May, 2024

সারাদিন সবাই নানা ধরনের কাজের মধ্যে থাকেন। নিজের জন্য আলাদা করে সময় বের করার সময় পান না।

অথচ সারাদিন মাথার মধ্যে চলতে থাকা একাধিক বিষয়গুলি মনের ওপর প্রভাব ফেলতে শুরু করে। যা খুবই খারাপ।

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, ভালো থাকতে নিজেকে সময় দেওয়া খুবই জরুরি। এরজন্য মাঝে মাঝে একা বসে থাকার চেষ্টা করুন।

কোনও কাজ নয়, চুপচাপ বসে থাকা। গবেষকরা বলছেন, এর বেশ কিছু উপকার রয়েছে। এতে শরীর ও মন দুই-ই ভালো থাকে।

এতে মন মেজাজ ভালো থাকে। কোনও কারণে মন বিক্ষিপ্ত ও খারাপ থাকলে এভাবে কিছুক্ষণ বসে থাকতে পারেন। নিজেকে সময় দিলে আবার পুরনো পরিস্থিতিতে ফিরে আসা যায়।   

প্রতিদিনই আমরা কোনো না কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই‌। এসব আমাদের নানা শিক্ষা দেয়। কিন্তু এই শিক্ষাগুলি আত্মস্থ করার জন্য নিজের সঙ্গে নিজের বোঝাপড়া জরুরি। চুপটি করে বসে থেকে কোনও কাজ না করলে মন সেই সময়টা পায়।

চুপচাপ একাকী বসে থাকলে কাজ করার ক্ষমতাও বাড়ে। কারণ এতে মনঃসংযোগ করার ক্ষমতা বাড়ে। পাশাপাশি দক্ষতাও বাড়ে।

একা কিছু না করে বসে থাকলে সৃজনশীল ক্ষমতা বাড়ে। মন নতুন কিছু ভাবতে পারে।

সারাদিন নানা ধরনের কাজের চাপে মন ও শরীর ক্লান্ত হয়ে পড়ে। চুপ করে বসে থাকলে এ ধরনের কমাতে সাহায্য করে।

পরিবার, সংসার, অফিস সবকিছু সামলেও নিজেকে সময় দেওয়া খুব জরুরি। এভাবে কিছুক্ষণ কাজ না করে বসে থাকলে নিজেকে সময় দেওয়া যায়। যা নিজেকে ভালোভাবে গড়ে তুলতে ভুলগুলি শুধরে নিতে জরুরি।