BY- Aajtak Bangla
20 April, 2025
শীতকাল শেষ হতেই গর্ত থেকে বের হতে শুরু করে দিয়েছে সাপ বাবাজি
আর সাপকে ভয় কে না পায় বলুন তো। তাই অনেকেই বাড়িতে কার্বলিক অ্যাসিড এনে রাখতে শুরু করে দিয়েছেন।
গরমে যেমন যখন তখন ঘরে ঢুকে পড়ে সাপ, তেমনই বর্ষার আগেও সাপের ভয়ের শেষ নেই। তবে রান্নাঘরের এই মশলার গন্ধ পেলে সাপ ভুলেও পা বাড়াবে না।
গ্রামাঞ্চলে বর্ষাকাল ও তার আগে সাপের উপদ্রব অনেক বেশি দেখা যায়। বহু সাপ বাড়ির ভিতর আশ্রয় নেয়, যার মধ্যে অনেকেই বিষধর।
সাপ তাড়াতে কার্বোলিক অ্যাসিডের ব্যবহার সকলেই জানেন, কিন্তু আজ আমরা আরও কিছু ঘরোয়া উপায়ের কথা বলব।
লেবুর রসের সঙ্গে গুঁড়ো গোলমরিচ মিশিয়ে যদি ঘরের কোণে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেই গন্ধে সাপ ঘেঁষে না। এই গন্ধ তাদের অত্যন্ত বিরক্ত করে।
দারচিনি গুঁড়ো এবং সাদা ভিনিগার মিশিয়ে ঘরের বাইরের অংশে ছিঁটিয়ে দিন। সাপ এই গন্ধ সহ্য করতে পারে না।
রসুন এবং তেল একসঙ্গে মিশিয়ে একদিন রেখে দিন। তার পর সেটি ঘরের চারপাশে স্প্রে করলে সাপ কাছে আসবে না।
এছাড়াও নিমের তেলও সাপ তাড়াতে কার্যকর। নিমের তেল জলে মিশিয়ে প্রতিদিন ছিটিয়ে দিলে সাপ আর আসবে না।