17 APRIL 2023
রান্নাঘরের কিছু জিনিস প্রাকৃতিক ব্যথানাশক। যা খেলে ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তাত্ক্ষণিক উপশম পাবেন।
রান্নাঘরে রাখা এই দেশি জিনিসগুলি সব ব্যথায় আরাম দেবে।
যেকোনও ব্যথায় আদা খুবই উপকারী। আদা দাঁত ও জয়েন্টের ব্যথায় সহায়ক।
মোশন সিকনেস সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও আদা খুব ভাল।
রান্নাঘরে রাখা হলুদকে মশলা হিসেবে কম, ওষুধ হিসেবে বেশি দেখা উচিত।
কারণ, হলুদ নানাভাবে শরীরের উপকার করে। ব্যথায় হলুদ সেবন খুবই কার্যকরী।
হলুদ শুধু লিভারের জন্যই উপকারী নয়, এটি কোলেস্টেরল কমাতেও সহায়ক।
পেপারমিন্ট অয়েল ইরিটেবল বাওয়েল সিনড্রোমে খুবই কার্যকরী।
ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের জন্য পেপারমিন্ট তেল ব্যবহার ব্যথা থেকে মুক্তি দেয়।
রান্নাঘরে রাখা জিরে ব্যথা থেকে মুক্তি দিতেও বেশ সহায়ক।
জিরে শুধু পাকস্থলীর জন্যই উপকারী নয়, এটি পরিপাকতন্ত্রের অবনতির কারণে সৃষ্ট ব্যথা থেকে মুক্তি দেয়।