BY- Aajtak Bangla

 বাড়ির যেখানে- সেখানে মাকড়সার বারবার জাল বানাচ্ছে? এভাবে ভাগান

5 JUNE 2024

ঘর- বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে মাকড়সা চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আপাতদৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও, এটি আসলে খুবই ক্ষতিকর। 

ঘরের ভিতর ছাদের কোণ,দরজার চৌকাঠ, ঘরের কোণা, দুটি দেওয়ালের সংযোগস্থল খুব পছন্দ মাকড়সার। 

এমনকী দারুণভাবে সাজানো ঘরের চেহারাও খারাপ করে দিতে পারে মাকড়সার বোনা জাল। বাড়িতে মাকড়সার উপদ্রব? জানুন জাল দূর করার কিছু উপায়। 

 রান্নাঘরের কোথাও ছোট বড় ফাটল দেখা দিলে, প্রথমে তা বন্ধ করুন। কারণ মাকড়সা প্রথমে সেখানে থাকার জন্য জাল তৈরি করে। 

রান্নাঘর থেকে মাকড়শা দূর করতে, রান্নাঘরে পিপারমিন্ট স্প্রে ছিটিয়ে দিন। এর তীব্র গন্ধের ফলে ওরা রান্নাঘর ছেড়ে পালাবে। 

লেবুর রস ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে রান্নাঘরের সিলিং এবং দেয়ালে ছিটিয়ে দিন, এতে মাকড়সা পালাবে। 

ইউক্যালিপটাস বা কেরোসিন তেল কিনে এনে স্প্রে বোতলে ভরে রান্নাঘরের যেখানে যেখানে মাকড়শা জাল বোনে, সেখানে  স্প্রে করুন। 

একটি বোতলে ভিনেগার ভরে রান্নাঘরের দেয়াল ও ছাদে ছিটিয়ে দিন। মাকড়শা ভিনেগারের তীব্র গন্ধ এরা সহ্য করতে পারে না।

সপ্তাহে অনন্ত ২-৩ দিন মাকড়শার জাল পরিষ্কার করতে থাকুন। এর ফলে ধীরে ধীরে মাকড়সার জাল তৈরি বন্ধ হয়ে যাবে।