BY- Aajtak Bangla
1 May 2025
অনেকের বাড়িতেই মাকড়সার জাল দেখা যায়। পরিষ্কার করলেও আবার হয়ে যায়।
জ্যোতিষ, মতে, ঘরে মাকড়সার জাল নানা ইঙ্গিত দেয়। মাকড়সার জল ঘরে থাকা শুভ না অশুভ?
জ্যোতিষ মতে, ঘরে মাকড়সার জাল থাকলে অসন্তুষ্ট হন মা লক্ষ্মী। কারণ ধনদেবী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন।
ফলে ঘরে মাকড়সার জাল থাকলে মা লক্ষ্মী রুষ্ট হন। ফলে আর্থিক সঙ্কট তৈরি হয়।
বাস্তু মতে, যে বাড়িতে মাকড়সার জাল থাকে, সেই বাড়ির সদস্যদের মধ্যে আলস্য, কর্মে অনীহা দেখা যায়।
ঘরে মাকড়সার জাল থাকলে পরিবারের সদস্যরা খিটখিটে হন।
মাকড়সার ফাঁদ থাকলে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে ঘরে।
ঘরে মাকড়সার ফাঁদ থাকলে সাংসারিক অশান্তি লেগেই থাকে।