16 April, 2024

BY- Aajtak Bangla

জীবন বদলে দিতে পারে, মানুন রামকৃষ্ণ পরমহংসদেবের এই ৫ বাণী 

বিভিন্ন জ্ঞানী মনীষীদের নানা বাণী আপনার জীবন বদলে দিতে পারে। তাদের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী অন্যতম।

রামকৃষ্ণ পরমহংসদেব তারঁ সারাজীবন ধরে নারায়ণ সেবা করে গেছেন। মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজে পাওয়ার কথা বলতেন।

১৮৩৬ সালে ১৭ ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরমহনংসদেব বাংলায় জন্মগ্রহণ করেন।

রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংস নারায়ণ সেবার পথ স্বামী বিবেকানন্দকে দেখান।

যদি আপনার জীবনে হতাশা ঘিরে ধরে তবে শ্রী শ্রী রামকৃষ্ণের এই বাণীগুলি আপনার মনকে শান্ত করতে পারে।

রামকৃষ্ণদেব বলতেন যে, মানুষের চিন্তাধারায় মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাই কখনও জীবনে স্বার্থপর মনোবৃত্তি আনা উচিত নয়।

এছাড়াও তিনি বলছেন যে, ভালো মানুষেরা খারাপের মধ্যেও ভালোকে খুঁজে নেন।

রামকৃষ্ণদেব তাঁর বাণীতে বলছেন যে, অহংকারই মানুষের মূল পতনের কারণ। অহংকার ত্যাগ করলে তবেই মানুষ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে।

রামকৃষ্ণদেব বিশ্বাস করতেন যে ব্যাক্তি একবার আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন তার লোভ, ক্রোধ, অহংকার ছুঁতে পারে না।