26 JULY, 2023
BY- Aajtak Bangla
রাবণের প্রাসাদটি কেমন? শ্রীলঙ্কা গেলে ৫ জায়গা 'মাস্ট ভিজিট'
শ্রীলঙ্কা ছোট্ট একটি দেশ হয়েও ভারতের নানা পুরাণে সদা অমর।
এখানে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে তার সবটুকু। নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না।
কিছুটা সস্তায় বিদেশ ভ্রমণ ও প্রকৃতির এমন রূপ-- সব মিলিয়ে শ্রীলঙ্কা সফর প্ল্যান করলে পস্তাবেন না।
চলুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কা গেলে কোথায় কোথায় ভ্রমণ করা উচিত।
ডাম্বুলা - গৌতম বুদ্ধর এক বিশাল গুম্ফা আছে এই শহরে, যা গোল্ডেন কেভস নামে পরিচিত।
ইয়ালা - এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ওয়াইল্ড লাইফ পার্ক।
সিগ্রিয়া - এখানে উপস্থিত এই বিশাল পর্বত শিলাটিকে লঙ্কাপতি দশানন রাবণের মহল বলে কথিত।
অশোক বটিকা - নুওয়ারা এলিয়া তে লঙ্কার প্রসিদ্ধ উপবন যেখান স্বয়ং মাতা সীতাকে রাজা রাবণ বন্দি করে রেখেছিলেন।
মাতারা - ক্রিকেটার সনথ জয়সুরিয়ার এই শহরে যাওয়ার পথে ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে তা বুঝতে পারবেন।
Related Stories
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
মাটন হাড় থেকে ঝরে পড়বে, সেদ্ধ করুন এভাবে
বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপা চান? এই ৩ জিনিস মেনে চলুন
কানের ময়লা বের হবে বিনা খোঁচাখুঁচিতে, এই ৩ ট্রিক শিখে রাখুন